বড় হওয়ার মজা অনেক।
বকা মার এবার বন্ধ হবেক।

ইচ্ছে মত আফিস যাবে।
জামা প্যান্ট সবই পাবে।

ইচ্ছে  হলেই হোটেলে খাওয়া।
বাড়িতে এসে পেট ভরা বলা।

টাকা পাবে মাসের শেষে।
খরচ করাও তোমার হাতে।

বন্ধু বান্ধব অনেক হবে।
যখন খুশি বাইরে যাবে।

ছেলে হলে বৌ কে পাবে।
মেয়ে হলে বরকে পাবে।

একটা জিনিস হারিয়ে যাবে।
শৈশব আর আসবে না ফিরে।