"""""""""""ঈদ কে জানা"""""""""""""""""""""

ঈদ মানে আনন্দ উৎসবের গাথা।
আর এক মানে "বার বার ফিরে আসা"।

ফিতর মানে "উপবাস ভাঙা"।
রমজানের পর "শাওয়াল" মাসের আসা।

এক মাসের কঠিন রোজা নয়তো মোটেও সোজা।
উপবাস ভেঙে আনন্দ ফেরে তাই "ঈদ-উল-ফিতর" বলা।

এই দিনেতে ধনী-দরিদ্র করে কোলাকুলি।
খরচ করে লোক খাওয়াতে যেন খোলামকুচি।

এই দিনটি আরবি হিজলী সনের দশম "শওয়াল" মাস।
শওয়াল মাসের প্রথম দিনেই হয় ঈদের আনন্দ রাজ।

মুসলমানেরা এই দিন ঈদের দুই রাকাত নামাজ আদায় করেন।
আনন্দেতে ছোট বড় উৎসবেতে মাতেন।