হোক না আজান কিম্বা প্রেয়ার।
আবার ভজন কিম্বা তন্ত্র সাধনার।

সেই একই পরম শক্তিশালী কে খুশী করার কাজ।
তাই কেন মিছে অন্তরদ্বন্দ কর তোমরা আজ?

ক্ষমতালোভি ধূর্ত শৃগালের দল তোমাদের সাথে করে ছল।
কেন এত কান্ডের পরেও কিচ্ছু না বুঝে শুধু ফেলো চোখের জল?

মোছ ঐ মূর্খসম অর্থহীন চোখের জল।
এবার সবাই মিলে চল কর্ম করি বিনা কর্মফল।