রোদ্দুপুরে পুড়ে তারা সমৃদ্ধি করছে মানবিক মূল্যবোধ ,
কয়জন বা অর্থবান তা বোঝে,তাদের কি আছে মনুষ্যবোধ ?
স্বপ্নপুরী মহলে আছে আনন্দে,উল্লাসে অনেক অর্থশালীরা,
তাদের আরামের তরে জীবন দিচ্ছে শ্রমিক ভায়েরা।
কষ্টে গড়া হাতে তারা স্বপ্ন বুনে কত,
তবুও পায় না সম্মান!শান্তির সুখ তাদের দেয় যত।
তাহারা বুঝে গেছে,প্রতিবাদ!সলতের তেলের মতো উবে যাবে,
তার সাথে গাছের পরিস্ফুটিত ফুলের ন্যায় পরিবারের সবাইকে হারাবে।
তোমরা প্রভাবশালী তোমরা তাহাদের করছো ক্ষত,
আর কতই বা সহিবে,তাহারা দগ্ধ, তব্ধ, বিষাদ গ্রস্ত আর হচ্ছে গত।
তাহাদের শূন্যতায় আসিবে দুর্ভিক্ষ,সংকট এ জগতে ,
তখনই  বুঝবে মহত্ত্ব,কত আছে তাহাদের বাহুতে।
তাই তাহাদের সম্মানের নিজেকে করো অর্পণ শত শত,
এসো তাহাদের কাছে আমরাও করি সদা মাথা নত।।


রচনাকাল -
নিজ বাসভবন,
২৮/০৪/২০১৭,শুক্রবার,
দুপুর -০১ঃ১২,