হতে পারি গরিব আমরা
          আছে কষ্টে গড়া সংসার;
ছোট বড়ো নেই ভেদাভেদ
          আছে সততার সম্মান ।
আমাদের কষ্টের জীবন
          দুঃখ আসে হানা দিয়ে;
পরিবারের সব্বাই মিলে
          মুছে ফে'ল চোখের জলে।
আমরা চাই না বেশি
          মিথ্যার আশ্রয় নিয়ে;
আমরা সব্বাই থাকি
          সুখ-দুঃখে মিলে মিশে।
হতে পারি গরিব আমরা
          আমরা মানুষও বটে......
মাথার ঘাম পায়ে ফেলি
          পরিবারের হাসি দেখতে।
আনন্দে খাই না মোরা
           ভুরিভোজ খাবার কিনে;
কারণ আমাদের চলার পথে
           দুঃখ-কষ্ট ধাবা করে।
পরিবারের বেদনা,কষ্ট,ভালোবাসা
           যখন স্পন্দন করে বুকে মাঝে;
তারাতো রসদ যোগায়
           বন্ধুরতা পার হতে।
হতে পারি গরিব আমরা
           জন্মেছি এই গরিব ঘরে;
গরিব কেই ভালো-বেসেছি
           তাইতো গরিব পেরেছি হতে।
স্বপ্ন দিখেছি ফলাবো সবুজ
           পরিশ্রমে তা পেরেছি;
স্বপ্ন দেখিনি ধনী হতে
           গরিবের কর্ম পেয়েছি সুখে।
বাংলার প্রেম ধরেছে মনে
           কষ্ট করতে পেরেছি বলে;
শান্তি খুঁজি এরই মাঝে
           গরিব আমরা সুখের তরে।
আমরা এতেই তো খুশি
            আমাদের কষ্টের জীবনে;
এই ভাবেই জীবন চলে
            কষ্টের বুনিয়াদে।
হতে পারি গরিব আমরা।।



রচনাকাল-
নিজ বাসভবন,
ইং-১৮/০৮/২০১৪,সোমবার,
০১ঃ১০PM


*"জীবনমুখী" কবিতার আবৃত্তি