মোর জীবনে সুখের বাঁশি বাজিয়াছিল গো দিনে দিনে,
যেমনই ছিল মোর ছিল, স্থান ছিল গো আপন মনে।
মোরা আপন ভাবনা করিতাম ভাগ,তখন ছিলাম মোরা সাথ,
ভাবিয়া ছিলাম মোরা,থাকিব জনম জোড়া আর বাজাইবো প্রেম নাদ।
কি জানি হায়,বেশ কিছু সময় চলিয়া যায়,
আর মোর বাঁশির ধ্বনি ক্রমশ ফিকে দিশা পায়।
জানো বাঁশিরে ফুঁ দিতে পারিলাম না আর,
এই অধিকার ছিনিয়া দিলো অপরে,আর করিল হৃদয় পার।
মোর হৃদয়ের ভাবনা আর পাইলো না প্রভাতের আবেশ,
ভোরের পাখির মুখ,বসন্তের সুখ আর করিল না প্রবেশ।
আর পারিলাম না ভাগ করিতে ভাবনা অন্য কারে,
কারণ মোর মন নির্বাচন করিয়াছিল শুধু তারে।
এই অচল পড়া ভাবনাগুলো,আর করলো না হৃদয় মানা,
ধীরে ধীরে দগ্ধ, স্তব্ধ এই ভাবনাগুলো জমে হয় অসহ্য বেদনা।।


রচনাকাল -
নিজ বাসভবন,
02/03/2017,বৃহস্পতিবার,
সকাল- 11:07,