ওগো সুসভ্য,পারদর্শী চালক ভাই,
গরিব আমরা বলে জীবনের কি মূল্য নাই।
আমরা তো চলি রাস্তার মলিন দুই পাশে,
আর তোমরা চলো শৌখিন মাঝপথে এক নিঃশ্বাসে।
তবুও তোমাদের শৌখিন পথ কি করে অস্বিকার,
কেন এসে যোগ দাও এমন,মানুষের জীবন হয় হাহাকার।
হতে পারো তোমরা অর্থে লাভবান,
সুচমকিত দর্পণের ঘেরাটোপে হও আগয়ান।
গাড়ি পেয়ে ভাবো নিজেকে লাগাম ছাড়া ঘোড়া,
সেও পড়ে মুখ থুবড়ে,এতো বিধাতার বেড়াজালে ঘেরা।
তোমাদের হাতে রয়েছে জ্যোতির্ময়পূর্ণ সমাজ,
কেন আবেগের বশে,নিজেকে দিয়েছো সঁপে অমাবস্যায় আজ।
খামখেয়ালিপনায় যে নিতে পারে অপর সন্তানের প্রান,
কখনো সে কি হতে পারে সদ্ মায়ের সন্তান।
ভারতমা চায় না আত্মগ্লানি,মান,হুঁশ হীন কলঙ্ক সন্তান।।



রচনাকাল-
নিজ বাসভবন,
১০/১২/২০১৬,শুক্রবার,
০৭ঃ১৬AM,