হঠাৎ সন্ত্রাস! জীবনে এলো কালো অন্ধকার,
দিন তো তখন অনেক দূরে,
অন্ধকারে হাতিয়ে ভিক্ষা চাইছে!
সাহায্যের কেউ নেই আশেপাশে,
শুধু চোখে অন্ধকার আর অন্ধকার!
শোষণের অত্যাচারে ক্লান্ত দেহ,
নয়নে গড়িয়ে এলো বিন্দু বিন্দু জল;
সাহায্যের শব্দ ক্রমাগত হলো ম্লান!
ভেঙে গেল স্বপ্ন, চলে গেল জীবন;
তবুও আমরা চুপ,
হায়রে!আমরা কেমন মানব?


রচনাকাল -
নিজ বাসভবন,
17/07/2017,
বিকেল -05:47,