তোমাকে বোঝাতে অসংজ্ঞায়িত অনুভব
তীর্থের কাক হয়ে আমি দেয় ডাক
বিশাখা নক্ষত্রে ভালবাসা রেখে
আমাদের মুখোমুখি বিদ্রোহী বৈশাখ।


পহেলা বৈশাখে ভুলে যেতে দাও
অপ্রিয় বিরহের শোকগাথা
বৈশাখী ঝড়ে বিরহ উড়াতে
খুলেছি প্রণয়ের হালখাতা।


বৈশাখের সন্ধ্যায় তোমার স্পর্শে
বৈরাগী ইচ্ছেগুলোতে নতুন মাত্রা
বৈশাখী আবেগে আমার হৃদয়ের
তোমার হৃদয়মুখী মঙ্গল শোভাযাত্রা।


বৈশাখের কাছে নীরবে রয়ে গেল
আমাদের কিছু প্রিয় দায়
আমাদের প্রেমে তবু বৈশাখ আসে
বিরহী বৈশাখ চলে যায়।