আমাদের শেষ দেখা
             কোন এক মাঘে
দেখা নেই,কথা নেই
             তবু তাকে লাগে।


যে প্রেম অতীত হয়েছে
          সে প্রেমে প্রেম জাগে
প্রেমের টানে মঘা নক্ষত্র
          পূর্ণ মাঘের পুরোভাগে।


মাঘের শীতে একলা আমি
         একলা তুমি অবুঝ রাগে
মাঘের রোদে প্রণয় হাসে
       বলবো সরি তোমার আগে।


মাঘের শীতে বাঘ পালায়
           বিরহের দৌড় কতদূর
মাঘ মানে তোর কাছে ফেরা
       প্রণয়ের টানে ফেরা মধুর।


এক মাঘে শেষ হয় না প্রণয়
                 প্রণয় বাঁচে ত্যাগে
প্রেমিকের মাঘ আসে-যায়
              মন ফেরে না ভোগে।


তবু মাঘ এলে প্রেমিক হাসে
       বিরহ শেষে আসবে ফাগুন
আমাদের প্রেমে শিরোনাম হবে
       ফাগুনের হাতে বিরহ খুন।