যেমন খুশি তেমন ভালোবাসো,তুমি হও আপন
প্রণয় ধারে না ঋতুর ধার,তবু প্রণয়ে আসে শ্রাবণ।


শ্রাবণ নক্ষত্রে করে নাম ধার,নক্ষত্রের নাম শ্রবণা
যদি মন তোমাকে চায়,কেন তোমাকে পাবো না।


তোমার হাতে হাত রেখেছি,প্রণয়ের হাত কাঁপা কাঁপা
শ্রাবণ দিয়েছে উপহার নামে সাদা সাদা দোলনচাঁপা।


শ্রাবণের আকাশে ঘনঘটা,প্রণয়ের আকাশও ঘনঘোর
শ্রাবণের ধারায় স্বীকারোক্তি-তুই আমার,আমিও তোর।


আষাঢ়ে যে বর্ষার শুরু,শ্রাবণের শেষে তার বিধুর সমাপ্তি
আমাদের প্রেম কোন বর্ষা নয়,অনন্ত শ্রাবণ প্রণয়ের ব্যাপ্তি।