শীতের রাতে তাকে দেখেছি
রিকশার মাঝে থাকতো শুয়ে।
গরমে অশ্বত্থতলায় থাকতো দাঁড়িয়ে।
শিশুদের তুলেদিতো আপনজনের হাতে,
জলের বোতল বইয়ের বোঝা থাকতো তাঁর কাঁধে।
দেখেছি কখনো স্টেশনে কখনো বাজারে,
মুখে থাকতো নির্মল হাসি।


একদিন বল্লাম - নাম কি রে তোর?
হেঁসে জবাব দিলে - হামী ভীরু আছে ।
এলি কোত্থেকে, রিকশা টানিস কেনে।
বল্লে সে - হুজুর হামার ভী ঘর ছিল, পরিবার, ছাওয়াল, ক্ষেত, কাম ভী ছিল।
সেবার নদীতে পানি এলো, বাঁধ টুটে গেলো।
সবকুছ ভেসে গেলো, হামি হারিয়ে গেলো।
ওই রেলবাবু, পাকড়াও করলো, একটা রিস্কা দিলো।
হামী হয়েগেলো রিস্কাওয়ালা।


ভীড় ঠেলে এগিয়ে দেখি,
একটা ভাঙ্গা রিকশা - পাশে লাল ধারা
পড়েআছে নিথর  দেহ।
আবার হারিয়ে গেল - ভীরু নয় রিস্কাওয়ালা॥
              
                       শঙ্কর রুদ্র
                       ১০-০৩-২০১৭
                        গুরগাঁও