মাতৃ স্মরণে


কালকে তুমি প্রধান ছিলে, আজকে তুমি ছবি।
তোমার ডাকে যেতাম ছুটে, এখন শুধুই ভাবি।।
নিজের দেহের অংশ দিয়ে করলে ধারণ যারে।
দুখের মাঝে সাহস দিয়ে এগিয়ে নিলে তারে।।
চাওনি কিছু পাওনি কিছু, বিলিয়ে গেছো সদা।
তোমার স্নেহে, ভালোবাসায় সব পরেছে বাঁধা।।
হয়তো তুমি পাওনি তোমার উচিত মূল্য খানি।
এখন অনুভবি যে মা সবার থেকে দামী ।।
হাসিমুখে দুখের গরল করলে তুমি পান।
বিদায় কালে নয়ন দু'খান করে গেলে দান।।
নিজের দুঃখ দাওনি বুঝতে একটি ক্ষণের তরে।
চিরতরে বিদায় নিলে জীবন শূন্য করে।।
কালকে তুমি সচল ছিলে, আজকে তুমি ছবি।
শূন্য ঘরে একলা বসে তোমার কথাই ভাবি।।


                                               ০৮-০৮-২০২০
                                                          নয়ডা