কুয়াশা ছাড়িয়ে আমার সত্যের
দিকে এগিয়ে
দ্রুতগামী হয় কেবল স্বপ্ন
কিংবা তার বেশি চিরন্তর
এক হৃদয়ের ভালোবাসা
তুমি জানতে ।


যেটুকু অস্বীকার করলে
কবি আর কবিতা থাকে না ,
প্রভাতের চরনে নেমে আসা
চির কোমল বিশ্বাস
ভেঙে যায় কালবৈশাখী ঝড়ে ।


বিদ্যুতে চমক পলকে পালকে
হারিয়ে যায় দিগন্ত ।
তবুও সুখে থাকিস মেয়ে
তোর সমস্ত কষ্টের ডালি,
আমাকে দিয়ে
তবু আমি বলছি
স্বপ্ন দেখেছি তোকে নিয়ে ।।


তবুও ভালো থাকিস , সুখে থাকিস
মেয়ে দুপুরের তপ্ত রৌদুরের
নিঃসঙ্গঁতা আমায় দিয়ে ।।


নাখালপাড়া,ঢাকা-১২০৮