আমি সূর্য,
আমি তেজি, আমি যেদি জলন্ত অগ্নিপিন্ড
আমি ক্লান্ত, থাকি শান্ত প্রশান্ত।
টকবগিয়ে ফুটছে মাথা, জ্বলছে দেহ
মুখে আমার জ্বালা বানের সরবরাহ।।


দূরেই থাকি, দূরেই রাখি,
মিথ্যা লোক আর সুবিধা বাদি মানুষ থেকে।
সত্যি এটাই মৃত্যু আমার হবেই হবে;
ভাগ্য, কপালের লেখা বদলালেও বদলাবে।‌।


কালো মহিষের দল হাঁটবে,
শালিখ, টিঁয়া, চন্দনা সকাল হলেই ডাকবে।।
আমার মা আমাকে ভোর বেলাতেই হাঁকবে;


আমার ঘড়ি, আমার ফোন,  
অপেক্ষায় অনেকক্ষন,
যেতে হবে অফিস বাড়ি
আমার তাই তারা ভারি।।


Subrata Chatterjee (Devdas)