আমি সেদিনও জেগেছিলাম, ঠিক তোমার মতো ,
চারপাশে সহপাঠীরাও ছিল , আর ছিল যত কর্মীগন ;
সারা পৃথিবী জুড়ে তখনও মাতাল সূর্যের ভাঙ্গেনি ঘুম -
দেওয়াল ভেঙ্গে আসেনি যানবাহনের ধারালো সুর ,
ঝিমিয়ে পড়েনি তখনও যত অভিশাপি কাকের কলোরব ।
আচমকা আকাশ ভেঙ্গে উঁকি দিলো কালো ষড়যন্ত্রের
যা কিছু বিধ্বংসী হাতিয়ার, মুহূর্তে পতন ঘটলো আরেক প্রজন্মের,
শূন্য বুকে শুধু হাহাকার করে গেলো , শতাধিক মায়ের প্রাণ ;
প্রশ্ন করছি তোমাদের আজ , ওহে হত্যাকারী -


শৈশব আজ কফিন বন্ধী, কোন অপরাধে ?
উত্তর যদি থাকে তবে পাঠিয়ে দিও খুদার দরবারে ।