চারিদিকে থমথমে অন্ধকার
ওত পেতে বসে আছে সন্ত্রাসী সময়
কোনও শব্দ নেই ,
আচমকা একাধিক বিস্ফুরন ।


হুঙ্কার শুনা গেছে আগেও -
এবার শুনা গেলো চিৎকার , কিন্তু কেন ?
ধারালো অস্রের কোপে এক টুকরো শরীর
ধূলায় গড়াগড়ি খায় , তবু উত্তর নেই কোথাও !


শান্তি নয় নিসংশতাই আজ রাজ্য জুড়ে রাষ্ট্র জুড়ে
এমন সন্ত্রাসীরাজ আর কোথায় !
মোতায়েন পুলিশ , জমাট বেঁধেছে লোকজন
কিন্তু কোথায় মানবতার বৃদ্ধ পিপীলিকা ?


উত্তর আসেনা হাজার প্রশ্নবাণে, তবু নিসংশতায় ছাড়!  
জবাব পাবে ঐ সন্ত্রাসীরা , সন্দেহ নেই তাতে ;
ঝড় আসবে দলে দলে সন্ধ্যা , দুপুর ও রাতে
তোমরা শুধু এগিয়ে যাও , ভয় পেওনা মনে ।