এ অভিমান আজ রাঙ্গা হবে
তোমার রক্তিম ছোঁয়ায়; সময়ের বাক থেকে
সুর বাজে শহর জুড়ে, আমি চোখ পেতে দেখি
যা কিছু ষড়যন্ত্র তৈরি হয় -
হিরোশিমার কালো চাদরের পাশে; আমরা শান্তি চাই
চাই না মৃত্যুর অগণিত উপহার; কারা
চমৎকার কথা বলে, আজ লক্ষ্য রাখও সব
কেন না সময় এখন, ঐ ভিড়ে মিশে যাবার -
ফেলে আসা যা কিছু অহংঙ্কার সপে দাও ঐ বিধাতার কাছে
যদি বেঁচে থাকার শর্ত পূর্ণ হয় - তবেই আমরা মানুষ।