এখন চারপাশে বেনামী মানুষের ভিড়,
কেউ কেউ আবার ভিনদেশী,
কারও হাতে আর শব্দ নেই হারাবার,
যা কিছু যান্ত্রিক, মজ্জাগত টান -
আজ এ দুর্দিনে:
সামাজিক অন্ধকারে ডুবে গেছে!


প্রাচীন অট্টালিকার গায়ে যে ইজ্জত  
অবশিষ্ট আছে, তার আংশিক আজ নেই
ঐ মানবের দেহে; এখন দরদাম চলে
নূতন ভ্রনের ইজ্জত? তবুও কেউ কেউ
আজ জন্মানোর অধিকার চায়!
এ স্পর্ধা এখন হাতে হাতে -
কিন্তু সকলের হুশ বেমালুম?