বীণার ঝংকারে উদ্বেলিত প্রাণ
এক মুহূর্ত ছুটি চায়, বিশাল অরণ্যের বুক থেকে -
উড়ে যেতে চায় মন, ঐ মেঘরাশির ছায়ায়:
যেখানে ইন্দ্রদেব নীরবে সভ্যতার ইতিহাস বুনে।


এই ব্যকুল বসন্তের দাপটে সকলেই প্রায় সঙ্গবিহীন;
এখন চাই একমুঠো প্রেম, চাই সামান্য মানসিক প্রস্তুতি;
যেমন করে সমুদ্র নেচে উঠে তরঙ্গের আহ্বানে:
ঠিক সেইখানে আরও একটি কবিতার জন্ম চাই।


আমি গণিকার নির্জন বুকে খুঁজি বসন্তের রং:
যে নিস্তব্দতার মাঝে সম্পর্ক তৈরি হয়,
সেটা কি প্রেম নয়? নয় কি আরও একটু
বেঁচে থাকার: শেষ সংসারিক সংগ্রাম।