তুমি নিজেকে ভেঙ্গেছ সূর্যাস্তের মতো:
ক্রমশ আলোর সীমানা ছাড়িয়ে চলে গেছো
এক অচেনা নিরুদ্দেশে! যেখানে যাবার আগে
আরও জন্ম চাই; চারপাশে জড়িয়ে আছে,
উচ্চতার প্রখর বিভেদ রেখা; শব্দের খেলা,
তোমারি সাজে; চোখে দৃশ্যমান কবিতার নেশা,
শরীর জুড়ে যেন নীরবে আন্দোলিত হয়
শিল্পীর রাগ। যে রাগ তোমার কবিতায় ধ্বনিত হয়।  


[ কবি গুরুর প্রতি ২৫-এ বৈশাখের শ্রদ্ধাঞ্জলি ]