ভোটার তুমি কার


অনাথ প্রশ্নের নির্যাস যেমন জেরবার
ঠিক প্রশ্নকর্তার মলিন মুখের অবয়বে
মৌলিক অধিকার বলে কিছু নেই আর
এ প্রেম নয় বসন্তের ফল, এ প্রেম
তোমার আমার অলৌকিক হাতিয়ার


এবার তবে বলো
ভোটার তুমি কার-


মুখোশের আড়ালে কারা
কারা ঐ রক্ত লাশ পিপাসী হাঙ্গর
তুমি কি দেখেছ তাকে?
তুমি কি ভালোবেসেছ তাকে?


বুলেট হাতে ছুটছে কারা
কোন ছলনায় কোন ক্ষমতায়
কারা করে ভোট বাজারি
নিঃস্ব তবে আস্ত শালিক,
গল্প শোনায় ছদ্দবেশি বহুরুপি
ঐ পুলিশ প্রশাসন।


প্রশ্ন জাগে মালির মনে, প্রশ্ন জাগে
আমার মনে বুলেট হাতে ঐ ছুটছে কারা
কাল রাজ সভাতে ছিলো যারা-


নির্ভয়ে, নিসংকুচে বুক  ফুলিয়ে বলো তবে


ভোটার তুমি কার-