নির্বাক চারিপাশ মাথাখুটে বিষন্ন কংক্রিটে
ম্লান নিঃশ্বাসে মিশে গেছে যাবতীয় অনুভব


এখন আমাদের সমস্ত গৃহকোণ জুড়ে বসে আছে
ভণ্ড শালিকের দল, ওরা শব্দ তুলে, ওরা ধর্ণা করে


বেঁচে আছে যারা মানুষ সেজে মানুষের মতো, ওরাই
ধ্বংস আনে বিষাক্ত নিঃশ্বাসে -
ভয় হয় বড়োই ভয় হয় মানবতার এ ছিন্ন বিচ্ছিন্ন শরীর দেখে


ওরা চোখে চোখে রাখে নিঃস্ব এ প্রজাতির চলাফেরা
স্থির নিথর এ সমাজে এখনো মিলেমিশে আছে আমাদের ভীতু হৃদয়


হারিয়ে যাওয়া সমগ্র নিরেট স্পর্শে খোজে নিতে হবে
প্রিয়জনদের স্বার্থহীন ভালোবাসা, বিশ্বাস


চারিদিকে ষড়যন্ত্র উঠে গরীব বিধাতার নামে
দেখো এবার শব্দের প্রলয় আছড়ে পড়বে:
আমাদের অভিমান থেকে, ঘৃণা থেকে


শুধু তুমি পাশে থেকো আমার দরিদ্র ইশ্বর
ভয়ে পালিয়ে যেওনা যেন