চিত্তে চিত্তে চাইতে চাইতে ফেলেছি আপন করে,
ভাবিনি কখনও অশ্রুসজল পড়বে ঝড়ে ঝড়ে।


তোমার হরিণরাঙা কালো চোখে দেখেছি মহী,
সারাজীবন এই চোখেতে বন্দী হতেই রাজি ।


বিরহ ব্যথা কাটাতে কাটাতে হয়েগেছি নিবন্ত,
ভালোবাসা নেই এই বুকেতে এটাই শুধু ভ্রান্ত।


ভালোবাসা আজ তুষের আগুন হয়ে গেছে প্রায় ক্ষীণ,
এইভাবে না হয় নিভেই যাবে চিরকাল চিরদিন ।


খুঁজবে সেদিন হন্নি হয়ে, চারিপাশ চারিধার,
দেখবে সেদিন চারিদিকে বিভূতিপুঞ্জের সমাহার ।