ঠিক যেন বিদ্যুতের ঝলকানির মতো,
তুমি আমার জীবনটাকে-
ক্ষণিকের আলোয় ভরিয়ে দিয়ে-
আবার বিভীষিকাময় অন্ধকারে,
ছুঁড়ে ফেলে দিয়েছো-
দোষ আমারই,
ভেবেছিলামই যে ভুল-
তুমি দেবে আমার সঙ্গ-
ভুলে গেছিলাম আমি হায়!
তুমি যে তীব্র বেগবতী দ্যুতি-
তোমায় যে আটকে বা আগলে রাখা অসম্ভব-
জানি, আমি জানি সবকিছুরই শেষ আছে-
হয়তো তোমারও!
কিন্তু, কিন্তু আমার এই অনুভূতির!
কোনও শেষ নেই-
মন থেকে কলমে,
কলম থেকে খাতায়-
আমি না থাকলেও তা,
থাকবে পাতায় পাতায়।