শুনেছি মনের মাঝে আকুপাকু করে ভালোবাসা-
কিন্তু, কিন্তু ভালো তো দূর থেকেও বাসা যায়,
পাওয়ার আাশা, সে তো মোহ-
ভালোবাসায় কখনও বেদনার স্থান থাকতে পারে না,
থাকতে পারে না কোনো-
না পাওয়ার মনভাঙা অনুভূতি,
সে সব তো আবেগের বশীভূত-
ভালো তো গোপনেও বাসা যায়,
কিন্তু, কিন্তু ঐ প্রকাশের ইচ্ছেটাই হল কামনা-
আর ভালোবাসা!
সে তো পবিত্র ও অনুপম চেতনা-
ঐ মনের গলিটার প্রান্তে,
যেখানে এসব মোহ,আবেগ ও কামনার শেষ;
ভালোবাসার শুরু তো সেখানেই-