আজও ফোনের আওয়াজ মনে সাড়া জাগায়,
আজও সে ভাবে-
সেই, সেই তুমি নও তো!
আরে না না, তুমি হতে যাবে কেন?
তুমি তো আমাকে একদমই গেছো ভুলে-
কখনও ভুল করেও তুমি,
আমার ছায়াও দেখতে চাও না-
কেন, বলো কেন তুমি এমন করো?
হায়! আমি করেছিলাম কি-
কি ভুলই বা ছিলো আমার?
ক্ষমারও কি যোগ্য ছিলাম না?
কিছুই বলোনি তুমি-
আর বলবেই বা কেন!
তুমি যে আমায় ঘৃণা করো, ঘৃণা-
কিন্তু, কিন্তু কেনো যে এই ঘৃণা?
তা আমি জানি না-
তুমিই জানো সেসব কথা-
না হয় আমি ভালোই বেসেছিলাম একটু-
তোমার কি বিবেচনার সময়ও ছিলো না?
কেনই বা বলেছিলে তবে?
"হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভালোবাসি তোমায়।"
প্রতীক্ষারত আজও আমি,
আর ভালোবাসি সেই তোমায়।