ঐ রাতুল চরণ ধুলি,
শ্রীকৃষ্ণ বনমালীর,
লভিতে মন চাহে এক কণা;
আমি নিঃস্ব দেউলিয়া,
অন্তরে মরিছে হিয়া,
শোধ কভু দিতে পারিবোনা।


শুধু কৃষ্ণ নাম জপি,
দিবো এই দেহ সঁপি,
সঁপিবো যা আছে আপনা;
তুমি ওহে সৃষ্টিকর্তা,
তুমিই কর্তার কর্তা,
নহে কিছুই মোর আপনা।


মার্জিও মোরে কৃপা করি,
তব দ্বারে আমি তোমারই,
তুমিই মোর সর্ব চেতনা;
যদি পারিও দিও,
তোমার ঐ চরণ ধুলি,
লভিতে মন চাহে এক কণা।