দীপ্ত প্রদীপ জ্বলছিলো স্ব-তেজেই-
কিন্তু, কিন্তু একরাশ বিষন্নতাবাহী টুকরো হাওয়ায়,
তাকে নিবিয়ে দিয়ে গেলো;
হ্যাঁ গো হ্যাঁ, সত্যিই নিবিয়ে দিয়ে গেছে-
কোনও আগলই তার রক্ষাকবচ হতে পারেনি,
না, না সে পারেনি জ্বলে থাকতে-
কেউই পারে না, হয়তো তাই-ই সে-
কিন্তু, কিন্তু তাই বলে এত আগেই!
এত আগেই তার স্বপ্ন-আশা-আকাঙ্খা,
সবই কিনা হাওয়ার সাথে ধোঁয়া হয়ে মিলিয়ে গেল!
এ যে বাস্তবের তীব্র নিঠুরতা-