নীল আকাশে ঐ,
শুভ্র মেঘের আনাগোনা;
প্রকৃতি তার নানা রঙে,
দেয় বসুধার বর্ণনা।
এতই নিখুঁত বিবরণ তার,
সৌন্দর্য্যে মাধুরী;
যথা সাধ্য প্রচেষ্টারত,
যদি দেখতে পারি।
অনুভূতিরা হাঁসফাঁস করে,
চায় হাওয়াতে ভাসতে;
নদীর জলে মিশে গিয়ে,
পৃথিবীকে ভালোবাসতে।
তারাদের সাথে রাত জেগে জেগে,
বিশ্ব দেখার ইচ্ছে;
সদ্য বিকশী ফুলের সুবাস,
হাতছানি ঐ দিচ্ছে।
মিষ্টি রোদের তীক্ষ্ণ ছোয়ায়,
দিবস চলেছে কল্পময়;
মায়ার বরণ মনোহরা,
প্রকৃতি প্রেমে মেতেছে হৃদয়।