কুয়াশা মাখানো শীতের ভোরের,
মিষ্টি রোদ্দুর যেন তুমি-
সদ্য ফোঁটা সরষে খেতের,
হাজারো ফুলেই তুমি।
কখনও তুমি হিমেল শিহরণ
কখনও বা উষ্ণ আভরণ-
আবার কখনও ঘুমের ফাঁকের,
অজানা এক মজার স্বপন।
তুমি শিশির হয়ে হৃদয় জুড়ে,
ঝড়েছো সারা রাত-
ভেবে ভেবে যায় সময় আমার,
অযথাই চক্ষুপাত।