অশ্রু বরষনে কপল ভিজিছে,
পড়িছে বক্ষে ভূ-তলে;
তোমা ছাড়া এ হৃদয় মম,
বাঁধিবে না কোনো আঁচলে।


তব বিরহে এ পরাণ মম,
কাঁদিছে বারেবার;
সুহাস্য বদন প্রচেষ্টারত,
তাহারে ঢাকিবার।


আমি যে হায় কেনই গেলাম!
তোমার পিছে পিছে,
মিছেই তুমি ভাবিলে আমায়,
রাখিলে নীচে নীচে।