আজ আসরের পাতায় ১৫০তম লেখনির প্রকাশ


(জ্যেঠুমণির আরোগ্যলাভ)


জ্যাঠামণি বাশুদেব চৌধুরী- চিন্তা করেন বেশী
একটি ছেলেই হয় যদি বেয়ারা- ভাবতে থাকেন খালী।
একটি মেয়ের একটি জামাই- চাকুরী করেন পরের
কোটি টাকা কামাই করে- আছেন ঢাকার ফ্লাটে।


নানান জনের নানান কথায়- চিন্তাতে ব্যস্ত হয়ে
হার্ট এ্যাটাকে শয্যাশায়ী- আছেন, কুইন্স হাসপাতালে।
সকাল বেলা কথা কইলাম- জ্যেঠুমণির সাথে
বলতে কথা কেন যেন- চোখ ছলছল করে।


জ্যেঠামণি খুবই ভাল- আদর করেন খুব
পাল্লা দিয়ে আদর খেয়ে- হয়েছি বাদর আমি।
আদর সোহাগ পেয়েছি কম- পিতা-মাতার হতে
শ্বশুড় জামাই আমি জ্যাঠা- বেজায় খুশি রই।


বাড়ীতে গেলে জ্যাঠামণি- কোলে তুলে নেন
জামাই আমি কোলে বসে- খাবারগুলো খাই।
এমনি শ্বশুর পাবো কোথা- বলতে পারো তুমি
জ্যাঠামণি সুস্থ হলেই- বাড়ীতে যাবো আমি।


জ্যাঠার লাগি মনটি কাঁদে- পারিনি যেতে দেখতে
সুস্থ হলে জ্যেঠুর কোলে- রেখে মাথা, ঘুমোবো প্রাণটি খুলে।
জ্যাঠামণি সুস্থ হন- অতিব তাড়াতাড়ি
প্রার্থনা করবো ঈশ্বরের কাছে- সুস্থ হবেন জলদি।


আর নয় চিন্তা ভাবনা- আর নয় হার্ডে এ্যাটাক
আমিও তোমার ছেলে জ্যেঠু- চিন্তা এবার বাদ।
চিন্তাতে হয় অসুখ-বিসুখ- চিন্তাতে, ঘুম হারাম
চিন্তা ছেড়ে পরমসুখে- করুননা একটু সুখ।


দ্রুত হোক আরোগ্য লাভ- এই কামনাই করি
সুস্থ দেহ সরল মনে- বাঁচুন একটু দেখি?


(ডিসেম্বর ০৪, ২০১৭)


#               #               #


(আবেগঘন মন্তব্য)


(শ্রদ্ধেয় কবিবর মনোয়ারুল আলম সাহেবের ‘চন্দ্রদেবী’ নামক কাব্য পাঠে কমেন্ট বক্সে লেখা লেখনি)


আবেগঘন ছুঁয়ে যাওয়া মনে- করিলাম পাঠ লেখনি
মুগ্ধ হলাম তৃপ্তি পেলাম- বন্ধু তোমার লেখা পাঠে।
হৃদয় হতে শব্দ চয়ন- আর, মগজ কপি করে
মনের ভাষা মনের কথা- রেখে গেলাম, পাতার তরে।


হৃদয় আমার অতিব বড়- মগজ করেনা কাজ
তাই, পারিনা বন্ধু আসতে পাতায়- সকল লেখকের।
আসবো আমি সময় পেলে- তুমিও এসো পাতায়
দু’জন মিলে লিখবো লেখা- বাংলা আসরের পাতার।


(ডিসেম্বর ০৪, ২০১৭)


#               #               #


(নিমন্ত্রণ প্রতিত্তোরে)


শ্রদ্ধেয় কবিবর শিবশংকর মহাশয় গত ০৫/১২/২০১৭ তারিখে ‘আনন্দ দান’ ও ‘জন্মনে মা তুই বার বার’ লেখনির কমেন্ট বক্সে লিখেছেন ‘পাতায় নিমন্ত্রণ রইল’ এর প্রতিত্তোরে লেখা লেখনি।


লিখুন না ভাই একটা লেখা- মনে মতো করে
শিরোনাম যেমন বিষয়ও তেমন- পড়ি হৃদয় দিয়ে।
পাতায় গিয়ে নিমন্ত্রণ নয়- পাঠক এমনিই যাবে
মনের কথা উজার করে- মন্তব্যে, ঠিক রবে।


আমি বন্ধু পাগল কবি- লিখি আবোল তাবোল
আমার লেখা পাঠে তুমি- মুগ্ধ হও কেমন?
সুন্দরের ছোঁয়া নেই- নেই ভালবাসা
শুভেচ্ছা আর অভিনন্দনে- যেন, ভরছে মোর পাতা।


সৃষ্টি আমার হয়না কবি- আবিষ্কারে ব্যস্ত
বিমোহিত হলে ক্যামনে- বলতে তুমি পার?
মন্তব্যের শব্দগুচ্ছ- এঁকে এঁকে গেঁথে
নিদারুণের ছোঁয়া দিয়ে- লিখছি আমি ধেয়ে।


মগজ মোর শান্ত হয়না- তাই, লিখতে করে মানা
হৃদয় বলে, লেখনা ব্যাটা- পাগলা কবির ছানা।


কেউবা বলে লিখুন কবি- আছি আশে পাশে
কেউবা বলে নাহ্! হয়নি- লিখুন ভাল করে।


কি যে করি কোনদিকে যাই- বুঝতে নাহি পারি
হৃদয় বলে লিখতে থাক- বিবেক মারে ঝাঁড়ি।
মগজ বলে পাগলা কবি- তৈরী কর, নতুন শব্দের চয়ন
কলম দিয়ে লিখতে থাক- হবেই একদিন, ঠিক গঠন।


তাই বলি ভাই নিমন্ত্রণ নয়- লিখুন ভাবিয়া
হৃদয় কথন উজার করুন- মগজ, কপি করিয়া।


সময়কাল- দুপুর ০১:৪২ (ডিসেম্বর ০৬, ২০১৭)