মেজ দিদিকে আনতে যাবে- আমার বড়দাদা
পরশু আবার ফিরবে বাড়ী- দিদিকে নিয়া।
আসবে আবার আমার বাড়ী- দশ মিনিটের লাগি
ক্যামেড়া নিয়েই যাবে চলে- ওর বাবার বাড়ী।
আসছে সোমে পৈতে হবে- আমার দু’টি দাদার
পৈতে হবে পৈতে হবে- কত্তো খুশি সবার
বউটি ছাড়া সবই পাবে- আমার দু’টি দাদা
কত্তো খুশি কত্তো খুশি- করবো পালন এবার।


আমার দাদার বয়স হয়েছে, ত্রিশ ছুই ছুই
বিয়ের বয়স পার যে হলো, সময় বাকি নেই
তাইতো দাদা সকাল সকাল পৈতে নিতে চাই
বিয়ে হবে বৈখাখের প্রথম সপ্তাহেই।


বিয়ে পাশ করেছে দাদা, বিয়ে করে নাই
মনের দুখে- খাল্লি দাদা- এদিক ওদিক যায়।
হেথায় খোঁজে, হোথায় খোঁজে- মনের মানুষকে
টাকার বাবার শ্রাদ্ধ হয়, পাই’ই না কাউকে-
পৈতে হবে পৈতে হবে- কত্তো খুশি আমি
আমার দাদার পৈতে হলে, বিয়ে করবে কাল’ই।
আমার দাদার পৈতে হবে- নাচছি দেখ আমি
পৈতে হলেই নাচানাটি আমার- বন্ধ হবে আজ’ই।


বিয়ে হবে, বিয়ে হলো বৌদি এলো বাড়ী
কাল ভাল পরশু ভাল- তরশু গালাগালি।
আর যাবোনা দাদার বাড়ী,
খেতে গালি আমি।
নিজের টাকায় কিনব পুঁটি
খাইব মজা করি।
              
(জানুয়ারী ০১, ২০১১)


বাড়ীওয়ালা (স্ত্রী) দাদাদের পৈতেতে দাদার বাড়ীতে (বাবার বাড়ী) গিয়েছিল, ফিরে এসে যা বলেছিল তা শুনেই এ লেখনি।