শ্রদ্ধেয় কবিবর জি.এম শাহিদুল ইসলাম’র গতকাল লেখা ‘আমন্ত্রণ’ কবিতায় সারা দিয়ে আজ আমার এ লেখনির প্রকাশ। শ্রদ্ধেয় কবি ও বিশেষ বন্ধুর স্মরণে আমার এ লেখনিটি উৎসর্গ করলাম।


দেখতে যাবো তোমার গাঁ- সবুজ ঘাসের গ্রাম
আমন ধানে ছেয়ে যাওয়া- তোমার শ্যামল গাঁ।
যেথায় আছে সাদা মনের- অনেক চাষী ভাই
তাদের সাথে বসে বসে- গল্প করতে চাই।
তোমার সাথে খালি পায়ে- হাঁটবো মেঠো পথে
মাটির ঘ্রাণ শুকবো আমি- ঝেরে গায়ের ঘাম।
পুড়বো রোদে তোমার সাথে- হাঁটবো আল দিয়ে
বটের তলে শ্যামল ছায়ায়- বসবো দু’জনে।
হেঁটে হেঁটে কান্ত দেহে- চোখের পাতা বুঁজে
ঘুমিয়ে নিবো বটের তলে- লাল গামছা পেতে।
একটু বাদে নদীর ঘাটে- যাবো দু’জন হেঁটে
¯œানটি সেড়ে বাড়ীর পথে- হাঁটবো দু’জন সাথে।
মেঠো পথে হেঁটে হেঁটে- বাড়ীর পানে গিয়ে
ভেজা কাপড় ছেড়ে মোরা- খাব টেবিলে বসে।
দু’জন মিলে খাব ভাত- কচুর ঘন্ট দিয়ে
সাথে আছে চুনো পুঁটি- খাইবো মজা করে।
গোল পাতার ছাউনি ঘেরা- ছোট্ট ঘরে বসে
গল্প করে কাটিয়ে দেব- দু’জন বসে সাথে।
বিকাল বেলায় মায়ের হাতের- গরম গরম চা’য়ে
প্রাণটি উঠবে ভরে মোর- মায়ের হাতে খেয়ে।


সন্ধ্যা সাঝে গাঁয়ের পথে- চড়–ই পাখির ডাকে
মনটি যাবে ভরে মোর- তোমার গাঁয়ে হেঁটে।
রাত্রিবেলা বাসায় ফিরে- লুডুর গুটি চেলে
কাকুর সাথে বোনের সাথে- পরিচয়টা সেরে
মায়ের হাতের রান্না খেয়ে- শুইবো ছনের ঘরে।
রাত্রিবেলা ঘুমের ঘোরে- দেখবো রঙিন স্বপ্ন
তোমার বধু টুকটুকে লাল- সোনামাখা মুখ
দেখতে গিয়ে হোঁটট খেয়ে- পড়েছি যেই আমি
চটজলদি উঠে আমি- খাটের উপর বসি।
মৃদু হাসি হেসে আমি- আবার গিয়ে শুই
এক ঘুমেতেই পাড়টি হবে- রাতের ঘুমটি।


সকালে উঠে আমি- দাঁতে দাতন দিয়ে
এদিক ওদিক হাটাহাটি- ওয়াক টেনে মরি।
মায়ের হাতের- সেদ্ধরুটি সাথে আলু ভাজি
খেয়ে নিই চটপট- চেটেপুঁটে আমি।


এলাম বন্ধু তোমার বাড়ী- আসবে তুমি কবে
মোদের শহর ছোট্ট অতি- নবগঙ্গার তীরে।
কাত্যায়নি পুজা হয়- নামকরা এশিয়ার
এসো বন্ধু আমার বাড়ি- বোনটিকে সাথে নিয়ে।


লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে- পান্তা খায়াবো
ভালবাসা বিলিয়ে দিয়ে- মনটি ভরাবো।
আমি বন্ধু অনেক গরীব- কিছুই দেবার নেই
হৃদয় ভরা ভালবাসা- তোমায় দিতে চাই।


(অক্টেবর ১৫, ২০১৭)


দৃষ্টি আকর্ষণ- শ্রদ্ধেয় কবিবর ও বিশেষ বন্ধু জি.এম শাহিদুল ইসলাম’র আমন্ত্রণ গ্রহন করে নিমন্ত্রণ প্রদানের মাধ্যমে আমার এ ছোট্ট প্রয়াস। লেখনিটি খুব একটা শ্রুতিমধুর হয়নি জেনেও আপনাদের পাঠের জন্য পাতায় প্রেরণ করা মাত্র। ভুলত্রুটি মার্জনা করিবেন।