আজ পুরছে দেশের মানুষ কাল পুরবে মাটি (মা)
পরশু পুড়বে পতাকা আর বুদ্ধিজীবী সবই।


পুড়ছে দেখ মানুষগুলো, দেশ যে হলো শ্মশান?
তোমার কাছে শুধায় মাগো ! জন্ম দিলে ক্যান।
পুড়ছে দেখ দালানকোঠা পুড়ছে গাড়ী-ঘোড়া
বাদ যাবেনা মানুষগুলো, বাদ দেবেনা ওরা।
ভাঙছে আর পুড়ছে দেখ, মন্দির-মসজিদ
পুড়ছে হাজার কোরআন শরিফ কিম্বা গীতা ভাগবত।


গড়তে জানে কি? এ দেশ ওরা?
গড়ার কাজতো জানেই না!
তবে ভাংছে ক্যানো আজ?


মাগো তুমি আমায় বলো জন্ম দিলে ক্যান
পুড়ছে দেখ কোর-আন শরীফ
যাচ্ছে রসাতল।


আর পারিনা সইতে মাগো, তোমার অপমান
ছাড়বো না আজ ওদের মাগো, করবোই সমাধান।


হবে হোক আরেকবার
যুদ্ধ, এই দেশে
হিন্দু মুসলিম ভাই ভাই
রবে এ মাটিতে।


ওদের এসব কাজ দেখে মা
মোর ভিজে যায় চোখ
ওদের ক্যানগো বিবেক ফেরেনা-
নেইকি ওদের? মা বোন।


এসো আজ গড়ি দেশ, থাকি সুখে মোরা
গাইবো গান একই সুরে, সকলে মিলিয়া।


(ফেব্রুয়ারী ০৮, ২০১৪)