উচ্চ শিক্ষায় শিক্ষিত মেয়ে-
ব-কলম পাশ ছেলে
জোড়া (প্রেম বন্ধন) যদি লাগে ভাই-
ছাড়াইওনা তাকে।
সুখি হবে নিশ্চিত শোন-
মোর- ‘বাণী’ মনে করে।


তুমি যদি চাও- বিয়ে করতে
সমানে সমানে নয় কখনও।
একটু আপ-ডাউন হলে
মিলবে মন- দু’জন দুজনার।
থাকবে তোমরা সুখে-দুঃখে
বাঁচার স্বপ্ন- দেখবে সাথে।


হৃদয় দিয়ে বাঁধলে ঘর-
ভাঙেনা মন- মন যমুনায়।
সাধ্যি আছে কার বলো ভাই-
এক কাঠিতে বসলে সবাই।
‘দশের লাঠি- একের বোঝা’
কইছে জ্ঞানি-গুণিজনেরা।
হারিওনা হুস কখনও-
বেহুসে মানুষ- বাঁচে না কখনও।


রং মাখিয়া সং সাজিলে-
ঠায় হয়না সংসারেতে।
নিয়ম থাকা চুপ করে-
ফলটি তোমার ভাল হবে।


একটু আধটু- বাঁধে সংসারে
তাই বলেকি সুখি নয় সে?
বন্ধন যদি অটুট থাকে-
ছাড়াবে কে- ওই জোড়াকে?


(আগষ্ট ১২, ২০১৭)