ধরো দেখি সোনাকে- কাজ করি গিয়ে
রেখ খেয়াল বাবাই সোনার- যেন না কাঁদে।
কিছুক্ষণ পরে এসে- দেখে, মাখিয়েছে সে
হাতে মুখে কানে নাকে- আমার পিঠে।


এই সোনা করেছিস কি- বিছানাটারে
হাগু মুতু করে তুই- খাচ্ছিস কি?
ছিঃ ছিঃ খাই নাকি? ওটা তোর এ্য
আয় সোনা কোলে আয়- দেখেনা তোর বাবা।


কি হলো কি হলো- বাবাই, করেছিস কি
লিখছি আমি- তুমি কি দেখোনি?


দিয়ে গেলাম তোমার কোলে- খেয়াল রাখনি
হাগু মুতু মাখামাখি- খাচ্ছিলো তো এখনি?
এই বাবা এ্য করে- খায় নাকি ওটা
বুঝি নাকি আমি বাবাই- খাবার কোনটা।


যা দেখি তাই তুলে- মুখে পুড়ে দিই
স্বাদ লাগে চিবোতে- পরে গিলে খাই।
তোমরা দেখলেই- নেবে কেড়ে ওটা
তাই আমি লুকিয়ে- খেতে থাকি যা তা।
কাগজ চিবোতে লাগে- আমার বেশ ভালো
দেখলেই এ্য এ্য- করিতে থাকো।
ভাত খেতে লাগেনা ভাল- তাই, কাগজ চিবোই
বাবাই তুমি এনে কেন? দাওনা- খাবারগুলো।
চকোলেট বিস্কুট কলা লাগে ভাল
সেরেলাকে পাই নাযে- স্বাদ, একটুকুও।


সকালে উঠিয়েই- দাও খেতে সুজি
ঘন্টা বাদেই দাও- ডিম সেদ্ধ সাথে মাছ রুটি।
দশটায় ¯œান শেষে- ভাত বেড়ে দাও
আমি ছোট খুকুমণি- খুঁটে খুঁটে খাই।


খেতে বসলেই- চোখে আসে ঘুম
দোলাতে থাকো তুমি- ঘুম আসে যাতে।
ঘুমপাড়ানি গান শুনে- ঘুমের দেশে যাই
একটু বাদের ভাঙলে ঘুম- চড় মার পাছাই।


চোখ বোজো বাবাই সোনা- একটু ঘোমাও না
দেখ দেখি উঠে বসে- মুতে সারা গা।
এই শোনা হলো কি এটা? কমোটে করতে হয়
বোঝনা তুমি, বিছানা এটা? হয়না করতে হেথায়।


আমি অতি ছোট বাবাই- অতো বুঝিনা
পাইলে হিচু ঠেসে ধরো- বেড়িয়ে যায় ওটা।


ও বাবাই, কি লিখছো- ওখানে বসে
আমার কথা লেখ কিছু- পড়বো বড় হয়ে।
আমার এখন বয়স সবে- দেড় হয়েছে
আরও পাঁচটি বছর গেলে- পড়বো বসে বসে।


লেখ তুমি সোনা ছোট- এখন অনেক টা
বড় হয়ে পড়বে বসে- সকল কবিতা।
হাগু মুতু? আর করবো না- কোলে তুলে নাও
তোমার কোলে রেখে মাথা- একটু ঘুমাতে দাও।


(অক্টেবর ১০, ২০১৭)


দৃষ্টি আকর্ষণ- ছোট ভাইয়ের মেয়ের বয়স সবে দেড় বছর। আমাকে বাবাই আর ওর জেঠাই মা’কে মামনি ডাকবে বলে ঠিক করেছেন আমার মা। দু’মাস আগের কথা। ওর মামনি আমার কাছে রেখে দেখতে বলে। আমি আমার দুনিয়ায় (লেখা লেখি করছিলাম) ছিলাম। কিছুক্ষণ পর ওর মামনি এসে দেখে সোনামনি পায়খানা করে সারা বিছানাসহ ওর (মণির) হাতে, কানে, নাকে, আমার পিঠে ও ওর মুখে লাগিয়েছে। খুব করে একটা ধমক দিল ও (সহধর্মীনি) আমাকে। আমি ধমক খেয়ে হুস ফিরে পাই আর দেখি একে বারে মাখামাখি অবস্থা। আজ হঠাৎ মনে পড়ে যাই সেদিনের সেই ঘটনাটি। তাই চট করে লিখে ফেলি। আপনাদের পাঠের জন্য পাতায় দিলাম। পাঠ করে মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু। ভুলত্রুটি মার্জনীয়।