বউ গিয়েছে বাবার সাতটি মাস পরে
সাথে নিয়েছে বইখানি, সন্ধ্যায় ঘুমাইতে।
সকাল ন’টায় ওঠো আর, খায় বার টায়-
দুপুর হলেই ঘুমের শরীর এদিক ওদিক যায়।
বিকাল পা’চে ঘুম ভাঙ্গে তার- গল্পে মাতে বেশ,
পড়ার সময় নেইকো আর, ঘুমেই দিনশেষ।
ফোন করলেই বলে- ডিষ্ট্রাব্ করোনা !
পড়তে বসলেই ফোন কর, পড়তেই দাওনা।
কি ব্যপার কি হয়েছে? জলদি, বল তুমি
পড়ার সময় পড়া ছাড়া বুঝিনা কিছুই আমি !
‘শুনলাম তুমি ন‘টায় উঠে- দাঁতে ব্রাশ ধর।’
বার বাজলেই নাস্তা সার, লান্স কখন কর ?
ঘুম তুমি একটু কমাও, তোমার ভাল হবে
সেই ভালতে খুশি হব, আমায়ও তুমি পাবে।
‘জ্ঞান দিওনা তুমি আমায় তোমার মত নাকি’?
সকাল দশে উঠেই বলো-
নাস্তা! হয় নি?
রাগ দেখাতে ভালই পারো- জ্ঞানেও ওস্তাদ তুমি
নিজের কাজ নিজে কর, জ্ঞান দিওনা স্বামী।
সাতটি মাস পরে আমি এসেছি বাবার বাড়ী
ঘুরবো ছাড়া, পড়ব নাকি? বাপের বাড়ী আসি।
পড়াশোনা সিঁকেই থাক- বেড়ানো সবার আগে
বড়দি আর মেজদি এলেই, ঘুরবো পাড়া ভরে।
তোমার কাজ তুমি কর জ্ঞান দিওনা মোরে
পড়ার জন্য এসেছি নাকি, বাপের বাড়ীর তরে?


(০৮/০২/২০১১)


(বিঃদ্রঃ আমার সহধর্মীনি পরীক্ষার পূর্বে বাবারবাড়ী গিয়েছিল বই নিয়ে পড়তে বসা তো দূরের কথা বই ছুয়েও দেখেনি। তাই তাকে উদ্দেশ্য করে লেখা)।