বোকা আমি বড্ড বোকা-
বোকা কথাই বলি
এই সমাজে বোকা-শোকার
জায়গা হয় না বেশি।


বোকা লোকের বুদ্ধি বেশি-
সর্বলোকে জানে
এই সমাজে বোকা থাকার-
ফলটি ভাল হবে।


বোকা বোকা কথা বলে-
খাচ্ছি ধমক আমি
মনের দুঃখে গো ভাগাড়ে-
লুকিয়ে থাকি আমি।


বোকা আমি? নইকো বোকা-
উচিৎ কথা বলি
লোকে আমায় গালি দেয়-
একদম খালি খালি।


বোকারা যে অনেক চতুড়-
অনেক কিছইু জানে
মনে মনে সান দিয়ে তা-
নিজের কাছেই রাখে।
সময় হলে, যেটুক ছাড়ে-
অপ্রিয় সত্য কথা
মন্দ লোক বাঁচার জন্য-
ধমকে থামায় তাকে।


বোকা থাকা অনেক ভাল-
হয়না ষোড়গোল
চালাকেরা কয় বেশি কথা -
বাঁধায় গন্ডগোল।


বোকা হাসে খিল খিলিয়ে-
কিচ্ছুটিনা বুঝে
চালাক হাসে বুঝে শুনে-
বোকা কেঁদে মরে।


(মার্চ ২০, ২০১৬)