হয়না সময় পাঠেতে ভাই- পাঠ, করি কিছু কিছু
কপি পেষ্টের যুগেরে ভাই- মন্তব্যে লিখছি উল্টো কিছু।
সকল লেখা পাঠের সময়- পাইনা আমি ভাই
শিরোনামের লেখনি তাই- পেষ্ট করে যায়।


ভাল থাকুন সুস্থ্য থাকুন- এটাই আমি চাই
লিখুন কবি কলম দিয়ে- ইচ্ছে খুশিটাই।
হৃয়দ যখন বলবে কথা- ঠোঁট বাঁকিয়ে গিলুন কথা
মগজ ধোলায় করে লিখুন- মনের যত ভাবের ভাষা।


ইচ্ছে ছিল কবি হবো- লিখবো কতো কবিতা
পদ্য লিখতে গদ্য হলে- কিইবা আছে এখন করা।
লিখে চলি মনের কথা- মগজ ধোলাই করে
হৃদয়তো আর দেয়না ধরা- সকল সময়ে।


মগজ হতে কপি করে- লিখছি কি-বোর্ড দিয়ে
কপি পেষ্টের যুগেরে ভাই-
পেষ্ট করা ছাড়া- আর কিছুই করার নেই।


(সেপ্টেম্বর ২১, ২০১৭)


দৃষ্টি আকর্ষণ- মনে যা এসেছে তাই লিখেছি মাত্র। ভুলত্রুটি মার্জনা করিবেন।