তুমি নিজেকে সপে দাও দেশ ও দশের জন্যে,
তুমি বাঁচাও তোমাদের এই ধরিত্রিকে।


আজ কে গড়বে, দেশের ভবিষ্যৎ,
তুমি ? নাকি ওই জঙ্গী সংগঠন
তোমাকেই ধরতে হবে এই ধরিত্রিকে।
বাঁচাও তোমরা !
বাঁচাও এই দেশকে, আর এই বাংলার মানুষকে।


আজ বাংলার মানুষ বড় অসহায়,
না খেয়ে মরছে এদেশের সাধারণ মানুষ
তাদেরকে বোঝাও, তাদের বাঁচার সুযোগ করে দাও।


বাংলার সকল মানুষকে বোঝাও তোমরা নও অসহায়
আজ তোমাদের পাশেই আছি?
আর থাকবোও-
যতদিন এদেহে থাকবে এক বিন্দু রক্তকণা
আর! আর সেদিন পর্যন্ত থাকবো তোমাদেরই পাশে।


হে বাংলার মানুষ
দেশের কল্যাণে নিজেকে সপে দাও
আর বাঁচাও তোমাদের এই ধরিত্রিকে।


(ডিসেম্বর ১৫, ২০১৩)