মালা ধানের মুড়ি ভাল- খিরকি ধানে মুড়কি
ঊষা ধানের চিড়া খেতে- অনেক লাগে ভাল।
রোপা আউশ বাসমতির মতো- সুগন্ধি নেই তাতে
কাজল লতা খেতে মজা- ভত্তা ভাতে দিয়ে।
আশা ধানের শক্ত গোড়া- পরেনা তরিঘরি
সুফলায় মজবুতি কিছু- কম আছে নাকি?
রোপা আমনের নাবী জাত- প্রগতি তার নাম
এ জাতের চাষ খুলনাতে হয়- বাগেরহাটে তার বাস।
আমন মৌসুমে মুক্ত ধানের- নেইকো কোন জুড়ি
রোপা আমন হয় যেখানে- সেথায় থাকেন তিনি।


বিল অঞ্চলে গাজী ধান- চাষ করেন চাষী
ফলে ফসল ফলনে ব্যাপক- হয় চাষী খুশি।
শানিয় থেকে মোহিনী হয়েছে- এই ধানের নাম
করলে আবাদ চাষী পাবে- গোলা ভরা ধান।
বালম থেকে পদবী পেয়ে- শাহীবালাম তার নাম
বালাম চালের মুড়ি এখন- ভাজছে ছুড়ির দল।


হবিগঞ্জ সুনামগঞ্জের- হাওড় এলাকার মানুষ
হাসি ধান চাষ করে- হচ্ছেন লাভবান।
ডিগপাতার উপরে থাকে- শীষগুলো তার
দৃষ্টি আকর্ষণ করে সহজেই- মন ভরে যায় চাষীর।
সুনামগঞ্জের মাঠে ফলে- শাহজালাল আর মঙ্গল
উঁচু হয় অনেকখানি- কান্ড মজবুত বলে।
নিজামী আর নিয়ামত- আউশের জাত এটি
বৃহত্তর সিলেটসহ- উত্তরাঞ্চলে হয় বেশী।
নাইজারশইলের মতো কিরণ- আমন মৌসুমের ধানটি
ফলন হয় দ্বিগুণ এটির- ফসলে চাষীর হাসি।
দিশারী কুমড়াগইর সাদামোট রোপা- আমনের জাত এটি
খুলনা আর বাগেরহাটের- নোনা জলে থাকেন তিনি।


রহমন ধানের চালের ভাত- খেতে ভারী মজা
দুলাভোগে পায়েশ আর- রতœ ধানে পুলি পিঠা।
খরা আর বৃষ্টিবহুল এলাকায়- চাষ করেন চাষী
প্রচুর দেখা যায় মাগুরার মাঠে- এই ধানটি।


নয়াপাজাম আমন মৌসুমের ধান- দেখতে অনুরূপ বালাম
ভাত রাঁধিলে হয় নরম- কিছুটা হয় আঠালো।
রোপা আউশের জাত এটি- শ্রাবণী নামে পরিচিত
ধান শুকিয়ে রাখলে সংরক্ষণে- দূর হবে তার ভাব আঠালো।
আঠালো ভাবটি হলে দূর- খেতে হয় সুস্বাদু
এই ধান করলে চাষ- চাষীর ভরবে এখন মন।
আরও আছে- রাজাশাইল কাজলশাইল মরিচশাইল পাটনাই
খেতে ভাল ভাত রেঁধে- পায়েশ পোলাও পিঠাও হবে।
ব্রি বেয়াল্লিশ ব্রি তেতাল্লিশ- ছিটিয়ে বোনো তারে
ফলবে ফসল ফলন হবে- হেক্টরে চার টন।
খরা প্রবণ আর বৃষ্টিবহুল- এলাকার উপযোগী
ব্রি বেয়াল্লিশ আর ব্রি তেতাল্লিশ- চাষী, এখন চাষ করেন বেশী।
আমন আউশ বোরো ধানের- হাজার হাজার নাম
চাষীর গোলায় ভরে চাষী- খুশিতে থাকে মন।


(সেপ্টেম্বর ০৬, ২০১৭)


বিঃদ্রঃ ধান ও ধানের নাম নিয়ে কিছু একটা লিখবো অনেকদিন ধরেই ভাবছিলাম। হঠাৎ আজ লিখে ফেললাম। আমার এ লেখনিতে ছন্দের খুব একটা মিল না থাকলেও আপনাদের পাঠে ভাল লাগবে আশা করি। ভুলত্রুটি মার্জনা করিবেন। (তথ্য সংগ্রহ- ইন্টারনেট)