আল্লাহ্ তুমি সকল গুনাহ- করিয়া দিও মাফ
বেহেস্থবাসী করিও মোরে- করছি কায়েম নামাজ।


খুশি মনে হারিয়ে যাবো- ভাই বোনেদের নিয়ে
কোরমা-পোলাও, মিষ্টি-মিঠাই খাবো মজা করে
দুলাভাইটি আসবে ওদিন- করবো আলিঙ্গণ
ঘুড়বো ফিরবো নানান কাজে ব্যস্ত থাকবো।


আসবে নানু মিঠাই নিয়ে আসবে সাথে মামা
মামার কোলে নানুর কোলে ঘুড়বো সারা বেলা।
প্রতিক্ষিত সেই আড়াইটি মাস গেছে ফুরিয়ে
চাঁদ রাত্রে কিনেছে বাবা দামড়া গরু যে।


করবো জবাই কালকে সবাই- কোরবাণীর গরুটা
ভাগে ভাগে বিলিয়ে দেব- গরীব আছে যারা।
পাবে সবাই খাবে সবাই- মজা করিয়া
ঈদানন্দে ঈদানন্দে মেতেছি আজ মোরা।


ঈদের খুশি ভাগ করেছি পাড়াপড়শিদের নিয়ে
সেমাই জর্দা পায়েস পুলি দেব বিলিয়ে
আরও আছে মন্ডা-মিঠাই মাংস হাড়ি ভরা
আসবে বাড়ী মেহমান- যাবে পেট ভরে খাইয়া।


আমি যে ভাই অনেক ছোট- সবে দশ বার
মামা-মামী বু-দুলাভাই ঘুরতে নেবে আরো
ধরেছি বায়না- আইচক্রিম আর চকলেট আমার চাই
খাব আজ মজা করে- কিনে দেবে দুলাভাই।


এমন ঈদ প্রতিদিন হোক- সকলে মিলবো
আলিঙ্গণে আলিঙ্গণে মনটা ভরে উঠবে
ঈদের মাঠে ঈদের দিনে পড়বো নামাজ আমি
হাজার শুকরিয়া করবো আদায়- আল্লাহ তোমার কাছে।


আল্লাহ তুমি সর্বশক্তিমান- তুমিই দয়ার সাগর
করিয়া দিও ক্ষমা তুমি- আমার সকল গুনাহ্।


(আগষ্ট ২০, ২০১৭)