স্বাধীনতা তুমি আসবে আবার-
নতুন করে নতুন সাজে এই দেশেই লাগি,
সোনার বাংলা চেয়ে আছে আজ তোমার পথ চাহি।
তুমি এসো, তুমি আসবে বিশ্বাস আছে মনে,
স্বাধীনতা ! বসে আছি আমি আজও তোমার পথ পানে।


তুমি এসেছিলে ৭১’রে,
আসবে আবার কবে ?
বাংলার মানুষ বড় অসহায় আজ,
ধরো হাতিয়ার নতুন করে।


স্বাধীনতা তুমি বাঙ্গালীর প্রাণে-
বাঁচিবার নতুন প্রেরণা,
তুমি এসো আরেকবার সাধারণ মানুষের লাগিয়া।


স্বাধীনতা তুমি বাঙ্গালীর প্রাণে নতুন বাঁচার সঞ্চালন
আসবে কি আবার? নতুন করে-
এই বাংলার লাগি ফিরিয়া।


স্বাধীনতা তুমি এই বাঙ্গালীর লাগি-
এসো আর একবার ফিরিয়া।


(জানুয়ারী ২১, ২০১৪)