লিখেছো এ লেখনি, যেওনা গো তুমি
এসো ফিরে বলি বারবার।


ভাবছি বসে প্রিয়া গেছে চলে,
না জানি ফিরবে কবে, চেয়ে আছি পথ-
এসোনাগো ফিরে, তুমি প্রিয়ে।
নিঃসঙ্গ আমি, যেও নাগো চলে-
পথহারা পথিককে ফেলে।


তুমি প্রিয়ে ছিলে মোর কাছে
দুনিয়াটা ছিল ছোট
নেই কাছে তুমি হারিয়েছি আমি
না জানি কত কি যে-
ফিরে এসো প্রিয়ে, ফিরো এসো প্রিয়ে।


(জুন ১৫, ২০১৭)


দৃষ্টি আকর্ষণ- আজ দোকান ঘর পরিবর্তন করলাম। তাই দোকানের মালামাল স্থানান্তরিত করেছি সারাদিন ধরে। এজন্যে পাতায় সময় দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত।