ইচ্ছা থাকলেই হয় উপায়- প্রমাণিত হলো আরেকবার
গোবিন্দ নামের এক রিক্সাওয়ালা- করেছেন প্রমাণ এবার।
অধ্যাবসায় আর প্রবল ইচ্ছা- থাকলে সবই হয়
তাইতো বলে লোকগুলি সব- গোবরেও ফোঁটে পদ্মটা।


রিক্সাওয়ালা গরীব অতি- জোটেনা, দু’মুঠো ভাত
প্রতিজ্ঞাতে ছিলেন রত- করবেন তিনি স্বপ্নের চাষ।
ছেলেকে তিনি জেলা প্রশাসক হিসেবে- দেখতে চেয়েছিলেন
কষ্ট যত হবে হোক- করবেন তিনি কাজ।
স্বপ্ন একলা দেখলে হবেনা? হরহামেশাই- বলতেন তিনি
ছেলেকে বলতেন মানুষ হও- দেখতে চাই আমি।


ছেলে তাহার প্রমাণ দিলো- এই বছরের শেষে
জেলা প্রশাসক হয়ে তিনি- পিতার, চরণ ধরে বসে।
বাবা আমি করেছি পূরণ- তোমার স্বপ্নটা
গর্ব করে বুক ফুঁলিয়ে- হাঁটছেন গোবিন্দ রিক্সাওয়ালা।


তাক লাগিয়েছি এ সমাজকে আমি- বাবা, তোমার আদর্শে
রিক্সাওয়ালা তুমি বাবা- আমি হইনি।


ভারতের কোনও এক রাজ্যে- তাদের ছিল বাস
রিক্সাওয়ালার ছেলে বলে- লোকে, করতো উপহাস।
সেদিন থেকে জোড় কদমে হাঁটলো ছেলেটি-
প্রশাসক রূপে আজ- করলেন প্রকাশ, সেদিনের সে ক্ষোভটি।


যা যা রিক্সাওয়ালার ছেলে- খেলবিনা তুই সাথে
মস্তক নুইয়ে ফিরতো খোকা- কাঁদতো গোপনে।


এখন তিনি মস্ত মানুষ- জেলার প্রশাসক
চলেন তিনি উঁচু মাথায়- বন্ধুরা, সব বোকা।


এখনও বলি সময় আছে- শেখ এর থেকে
গোবরেও যে পদ্ম ফোটে- দেখবে কি? চেয়ে চেয়ে।
পড়াশোনায় জ্ঞান বাড়ে- বুদ্ধি হয় মজবুত
প্রতিজ্ঞাতে উন্নয়ন- হবেই তোমার কিছু।


তথ্য সংগ্রহ- ইন্টারনেট (নভেম্বর ০৫, ২০১৭)