মাগুরাতে হচ্ছে পূজা নবদুর্গার
আসুন আসুন মা-বোনেরা দর্শন করে যান।
নৌকায় মায়ের আগমন- ঘোটকে করবেন গমন
ছাব্বিশ সেপ্টেম্বর মহাষষ্ঠি- ত্রিশে তাঁর বিষর্জন।


বিঘœ কাটিয়ে অশুভকে ছাড়িয়ে- বিষর্জনের মধ্য দিয়ে
যাবেন মাতা শ্বশুরবাড়ী- আমাদেরকে ছেড়ে।


মাগুরার গোপাল দে- পুখুরিয়ায় তার বাস
পুখরেশ্বরী মন্দিরেতে- বোধন হবে আজ।
পূজা হয় পাঁচ দিন- তিনি করছেন দশ’এ
পৌরানিক নিয়ম আর চ-ী মত মেনে।


দশটি রূপে দশটি দিনে- করছেন এবার পূজা
শৈলপুত্রী রূপে পূজা- শুরু হয়েছে হেথা ।
একে একে দশটি দিনে- সিদ্ধিধাত্রী রূপে
দেবী মাতা ঘটিয়ে সমাপ্তি- যাবেন এবার চলে।
জগতের শান্তি লাঘবের লাগি- গোপাল দে’র এ পূজা
বিঘœ কাটিয়ে অশুভ করে দূর- ঘটবে সুন্দরের ঘটা।


প্রতিমা গড়েছেন নির্মল বৈদ্য- নবদুর্গার
দশটি রূপে মর্তলোকে- দুর্গা মাতা করিবেন সংহার।
মর্তলোকের দুর্দশা কাটিয়ে- আর শান্তি ফিরিয়ে এনে
গমন করবেন দুর্গা মাতা- সিদ্ধিধাত্রী রূপে।


আসুন ভাই আসুন বোন আসুননা পিতা-মাতা
পুখরেশ্বরী মন্দিরটি- দর্শন করে যান।
এ বছরে শুরু হলো আগামীতেও হবে-
নিমন্ত্রণ জানাই আমি- করজোড় করে।


পূজা হবে নিয়ম মেনে- বাদ যাবে না কিছু
ঢাকের তালে ধুনচি নাচবে পুতুল সোনামনি।
আরও আছে নৃত্য নাটক- স্থানীয়দের করা
আসবে হেথায় ভারত হতে ভারত নাট্যম- যারা।


পুখরিয়া গোপাল দে’র পুখরেশ্বরী মন্দিরে
সুদৃশ্য নয়নাভিরাম তোরণ- আছে আলোক সজ্জা
বসেছে মেলা ম-প ধারে- পূজার দশ’টি দিন
হেথায় আছে প্রসাদের ব্যবস্থা- আসুন দলে দলে।


সন্ধ্যা হলেই ধুনচি নাচ- পাল্লা দিয়ে হবে
প্রথম প্রাইজ আছে হেথায়- যে যা পারবে খাবে।
চ-ি পাঠে ব্যস্ত পুরোহিত- ঢাকের তালে তালে
সোনামণি আর বৌমণিরা- নাচবে সন্ধ্যা হলে।


পূজোর ক’টা দিনগুলি ভাই- কাটবে আনন্দে
দ্বিধা-দ্বন্দ ভুলে গিয়ে- আজ মিলিবো এক সাথে।


(সেপ্টেম্বর ২৪, ২০১৭)