শ্রদ্ধেয় কবি মৌটুসি মিত্র গুহ (কেতকী) দিদিভাই -এর গত ২৫/১১/২০১৭ তারিখে আসরে প্রকাশিত ‘খুঁজি তোমায়’ লেখনির মন্তব্য করতে গিয়ে কমেন্ট বক্সে লেখা।


(হৃদয়ে আছো)


ফুল চন্দন ধুপ জ্বালিয়ে
তোমায় করি আরাধন।
মন্ত্রে মন্ত্রে শুদ্ধি করি-
নিজের দেহ নিজের মন।


তোমায় খুঁজি মুর্তি মাঝে-
তোমায় খুঁজি ছবিতে।
তুমিইযে মোর হৃদয়ে আছো-
বুঝিনিকো- প্রভু, আমি আগে।


(নভেম্বর ২৫, ২০১৭)


##################


(মস্তক নুইয়ে চাইছি ক্ষমা)


আন্তরিক অভিনন্দন আর, পদার্পনের শুভেচ্ছায়- চাইছি আশির্বাদ
ভালোবেসে আপন করে- নিয়েছো আজ আমায়।
আশিষ জেনো হৃদয় হতে- রাখতে পারি যেন, তোমাদের মন ভরিয়ে
ভালবাসায় ভরিয়ে দিলে- আসরের পাতায় পদার্পনে, মন্তব্য দানে।


হে শ্রদ্ধেয় কবিগণ- আশির্বাদ করো আমায়
লিখতে জেনো আমি পারি- তোমাদের মনের মতন করে।
মগজ ধোলায়ে হৃদয় হতে- লিখছি লিখনি
তোমাদের মত, নইগো কবি- এই আসরে আমি।


চাইনা হতে কবি আমি- চাইনা হতে লেখক
রবিঠাকুর আর নজরুল হতে- চাইনা আমি এখন।
শখ করে লিখি আমি- আসরের পাতায়
তাই বলেকি কবি আমি? না, কখনই নয়।
মানুষ আমি অতি সাধারণ- মানুষ হতেই চাই
নিজের পায়ে নিজে দাঁড়িয়ে- থাকতে যেন পাই।


নামকরা সব কবির মত- আমি কবি নই
শখে পড়ে লিখি আমি- এই আসরের পাতায়।
আসরে যেদিন প্রথম আমি- করিছিলাম পদার্পণ
নিজের লেখা তোমাদের তরে- করেছিলাম অর্পণ।


নিয়মনীতি ছিলনা জানা- যেমন খুশি লিখি
তাই, ব্যনকৃত হয়েছে লেখা- আমার দু’দুটি।
নিয়মনীতি জেনেছি আমি- অনেক অনেক পরে
তাইতো আমি না জেনেই- ঢুকেছি, আলোচনার অভ্যন্তরে।


মাফ করিও শ্রদ্ধেয় কবি- আমার ভুলের লাগি
ভাইটি আমি তোমার ছোট- তাই, মস্তক নুইয়েছি।


সময়কাল- দুপুর ০২:১৫ (নভেম্বর ২৫, ২০১৭)