(শ্রদ্ধেয় কবিবর অজিৎ কুমার কর মহাশয়ের আজ আসরের পাতায় লেখা ‘প্রায়শ্চিত্ত’ কাব্য পাঠ পরবর্তী লেখনি)


মুচির ছোয়ায় জাত যায়- শুদ্রের রান্না খায়
মুচির মুখের বিড়ি নিয়ে- ব্রাহ্মণেরা খাই।
যায়না জাত যায়না পাত- ছুইলে হবে দোষ
আর কতকাল চলবে বলো- এমন জাতের রেশ।


ছুইলে জাত যায়গো ওদের-
খাইলে নেইকো দোষ।
তবে কেন এমনি করে-
জাতের দোহায় দিস্ ?
জাত জাত করেযে গেল- ধর্ম নামের বোধ
ধর্মান্ধ ব্যক্তিগুলো, মরলে- কোথায় যাস্ ?


ধর্ম নয় কিছুইরে ভাই- মানুষ হয়ে বাঁচো
মানুষ তুমি, সেবা করো- মানুষ রূপেই থাকো।
সেবাই হলো পরম ধর্ম- গুনিজনে কয়
পালন করো তাদের কথা- সেবাতেই, হয় পাপ ক্ষয়।


শুদ্র মুচি ব্রাহ্মণ সূচী- যদি, বসতে হৃদে কয়
তৃপ্তি মেলে বসলে সাথে- জীবন হবেনা ক্ষয়।
রক্ত তোমার লালই ভাইগো- কালো নেইকো কোথাও
তবে কেন ভেদাভেদ- গড়ছো তুমি হেথায়।


জাত পাত ভুলে গিয়ে- মিললে সাথে তুমি
হৃদয় পাবে শান্তি তোমার- আরকি চাইবে তুমি?
রক্তে মাংসে মানুষ সবাই- জাত পেলে কোথায়
মানুষ হয়ে কেমনে তুমি- দিচ্ছো জাতের দোহায়।
জাত-পাত ছাড়ো এবার- মানুষ হই চলো
মুচি ম্যাথোর শুদ্র মিলে- হাতটি ধরে চলো।


মুচি ব্রাহ্মণ ভাই ভাই- ভেদাভেদ, যদি ভুলি
তৃপ্ত হবে হৃদয় তোমার- তৃপ্তি পাবে তুমি।


(ডিসেম্বর ১৯, ২০১৭)